অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘আমি অত্যন্ত হতাশ ও দুঃখ পেয়েছি।’ বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেওয়ার সংবিধানের সংশোধনী অবৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধন বাতিল করে দেওয়া রায়ের ফলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ‘রিইন্সটল’ হবে না। ফলে একটা শূন্যতা তৈরি হলো। কারণ বিচারক অপসারণ পদ্ধতি নিয়ে আর কোনও নির্দেশনা থাকলো না।’
সোমবার সকালে বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধন বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ সোমবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ রায় ঘোষণা করেন।
রায়ের পর প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সংসদের কাজ তো আর কোর্ট করতে পারবেন না।’
পৃথিবীর সব দেশেই প্রয়োজনে সংবিধান পরিবর্তন হয় তাহলে আমাদের সমস্যা কোথায়- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা পরিবর্তন না পুনঃস্থাপন চেয়েছিলাম। সামরিক শাসক জিয়া অন্যায়ভাবে সংবিধান সংশোধন করেছিলেন, আমরা সামরিক শাসকদের এই অবৈধ সংশোধনীর অবসান চেয়েছিলাম।’
এর আগেও চারটা সংশোধনী আদালত কর্তৃক অবৈধ ঘোষণা করা হয়ে তাহলে এইবার হতাশার কারণ কি জানতে চাইলে তিনি আরও বলেন, ‘এর আগেরগুলোতে মূল সংবিধানে পরিবর্তন আনায় করা হয়েছিল। এবার মূল সংবিধানে যেতে বাধা দেওয়া হলো।’
সরকার অধস্তন আদালতের মতো উচ্চ আদালতকেও কব্জায় নিতে চেষ্টা করেছিল বলে বিএনপি নেতা ও আইনজীবী মওদুদ আহমদের দেওয়া রায়ের প্রতিক্রিয়া প্রত্যাখান করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটি প্রপাগান্ডা, উদ্দেশ্য প্রণোদিত ও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা।’
গো নিউজ২৪
আপনার মতামত লিখুন :